ফ্রিল্যান্সিং শিখুন!
আমরা দিনের মধ্যে ১/২ ঘন্টা ফ্রি সময় তো অবশ্যই পেয়ে থাকি। তো সেই ফ্রি সময়ে আমরা যদি বসে না থেকে কিছু ইনকাম করি তাহলে কেমন হয়? অবশ্যই অনেক ভালো হয়। ১/২ ঘন্টা ফ্রি সময় কে কাজে লাগিয়ে আমরা $৩০০/$৪০০ ইনকাম করতে পারবো।
আমাদের প্রচুর প্রয়োজন হয় তবে সময় নেই কোনো কাজে লাগানোর, কিন্তু আমরা যদি আমাদের ফ্রি সময়ে কিছু করতে চাই তাহলে আমরা প্রতিদিন ১ থেকে ২ ঘণ্টা সময় অবশ্যই পেতে পারি।
আমাদের দিনের মধ্যে সময়ের প্রতিশত কে আমরা কীভাবে সময় কাটাতে চাই তা নিয়েই নির্ভর করে।
ফ্রিল্যান্সিং নিয়ে এখন অনলাইনে অনেক প্রতারক বেরিয়েছে যারা প্রতারণা করে অনেক মানুষকে হয়রানি করছে।
এখনো অনেক মানুষ বেকার আছে যারা জীবনে কিছু করতে চায়। কিন্তু পরিস্থিতির শিকার বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই হবে।
বেকারত্ব আর খালি পেট যা শেখায় কোনো বই তা শেখাতে পারবে না। এখনো অনেক মানুষ আছে যারা সঠিক গাইড লাইন পাচ্ছে না, সঠিক সিদ্ধান্ত নিতে পাচ্ছে না।
আমার এই পোস্ট টি করার কারন শুধুমাত্র তাদেরকে সাহায্য করার জন্য দয়া করে কেউ মজা করবেন না।যারা ফ্রিল্যান্সিং শিখতে চান বা আগ্রহী তাদের জন্য একটা সুযোগ মেসেজ করুন, ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে সাপোর্ট করবো।
আর কেউ যদি কোর্স করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর কোর্স চলাকালীন কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ।
যেনে বুঝে সিদ্ধান্ত নিবেন কোনো প্রতারক এর ফাঁদে পরবেন না, অনেকেই কমেন্টে বলবে ইনবক্স করুন এবং বিভিন্ন লোভনীয় অফার দিবে তাদের থেকে সাবধান।
আর আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। আর ফ্রি তে কেউ আপনাকে কোর্স করাবে না, আমার এই পোস্ট টি করার কারন শুধু মাত্র আমার দ্বারা যদি কেউ বেকারত্ব জীবন থেকে মুক্তি পায় তাহলেই আলহামদুলিল্লাহ।